ভাল রিটার্নের সঙ্গে সুরক্ষিত জীবন বিমায় বিনিয়োগের কথা ভাবলে এটাই হতে পারে দারুণ উপায়।
এই স্কিমে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। জেনে নিন, কী এই পলিসি।
বেসরকারি বহু বিমা কোম্পানির ভিড়ে আজও লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওপর আস্থা রাখে দেশবাসী।
আর্থিক সুরক্ষার পাশাপাশি ভাল রিটার্নের গ্যারান্টি দিতেই এই নীতি এনেছে কোম্পানি।
এলআইসি-এর জীবন লক্ষ্য পলিসি হল এমন একটি স্কিম যেখানে পলিসি হোল্ডারের মৃত্যুর পরেও পলিসির মেয়াদ পূরণ করা সম্ভব।
এলআইসি জীবন লক্ষ্য প্রকল্পের মেয়াদ ১৩ থেকে ২৫ বছর বয়সীদের জন্য তৈরি করা হয়েছে। যেখানে ১৮ থেকে ৫৫ বছর বয়সীরা এখানে বিনিয়োগ করতে পারেন।
মেয়াদপূর্তির তারিখের ৩ বছর আগে পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে এই পলিসিতে। এখানে মেয়াদপূর্তির সর্বোচ্চ বয়স ৬৫ বছর।
পলিসি হোল্ডার এই প্ল্যানে ১ লক্ষ টাকা পর্যন্ত একটি নিশ্চিত পরিমাণ টাকা পান৷ এই স্কিমে, আপনি প্রতি মাসে, ৩ মাস অন্তর, ৬ মাস ছাড়াও বছরে প্রিমিয়াম জমা করতে পারেন।