হিন্দি নববর্ষ সম্বত ২০৭৯-এর শুরুতেই ধাক্কা খেল শেয়ার বাজার। মঙ্গলবার বাজারের গতি থামল লালে।
গতকাল মুহুরত ট্রেডিংয়ের পর আজ অনেক আশা ছিল মার্কেটের ওপর। যদিও বিনিয়োগকারীদের হতাশ করে ভারতের শেয়ার বাজার।
এদিন শেয়ারবাজারে প্রফিট বুকিংয়ের কারণে প্রধান দুই সূচকই পতনের সঙ্গে বন্ধ হয়েছে। বুধবার পুঁজিবাজারে ছুটি থাকায় কোনও ব্যবসা হবে না।
আজকের ট্রেডিং সেশনে আইটি, অটো, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ফার্মা, মেটাল, তেল ও গ্যাসের মতো খাতের শেয়ারের দাম বেড়েছে।
দীপাবলির দিনই হিন্দু নববর্ষের সূচনা ধরা হয়। এই দিনই গুজরাতি ও মারওয়াড়িরা তাদের পুরনো বহিখাতা বা হালখাতা বন্ধ করে নতুন লেজার তৈরি করেন।
বহিখাতার ওপর স্বস্তিকা চিহ্ণ দিয়ে শুরু হয় নতুন বছরের আর্থিক যাত্রা। এই দিনটিকে হিন্দু নববর্ষ অনুযায়ী সমবত বলা হয়।
TECH M 1,083.00 3.32 30,97,049
MARUTI 9,010.10 2.79 7,27,441
JSW STEEL 644.30 2.33 47,87,246
LT 1,945.00 1.85 21,36,147
EICHER MOT 3,702.00 1.67 5,71,186