দেশের সার্বিক বিকাশে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। কন্যা সন্তানের জন্য বিশেষ যোজনা থেকে মহিলাদের স্বনির্ভর করার ডাক দিয়েছে সরকার।
এবার মোদি সরকারের নামে একটি বিশেষ প্রকল্পের কথা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জেনে নিন, কী এই প্রকল্প।
নতুন এই ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণ দফতর সব মানুষকে ৫০০০ টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে।
'প্রধানমন্ত্রীর জনকল্যাণ বিভাগ'-এর ৫০০০ টাকার বার্তাটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এই পরিস্থিতিতে প্রেস ইনফরমেশন ব্যুরো বিষয়টির সত্যতা যাচাই করেছে।
এর জন্য আপনাকে খবররে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ এ গিয়ে সত্যতা যাচাই করতে হবে।
পাশাপাশি আপনি যদি চান, এর হোয়াটসঅ্যাপ নম্বর 8799711259 বা ইমেল আইডি pibfactcheck@gmail.com -এ মেল করে স্কিমগুলির সত্যতা যাচাই করতে পারেন।