বেসরকারি একাধিক বিমা কোম্পানির ভিড়ে আজও LIC-র ওপর ভরসা রাখে দেশবাসী।

সুরক্ষা ও সঞ্চয় দুই বিষয়ের দিকে নজর রাখে, এলআইসি-র এই পলিসির নাম হল LIC Micro Bachat Policy.

যদি এই পলিসির পাঁচ বছরের মেয়াদ বেছে নেন, তাহলে এই অবস্থায় তিনি 2 বছরের অটো কভারের সুবিধাও পাবেন।

এই স্কিমে বিনিয়োগ করলে, বিনিয়োগকারী সর্বনিম্ন 50,000 টাকা ও সর্বাধিক 2 লক্ষ টাকা পাবেন৷

আপনি এই স্কিমটি 10 ​​থেকে 15 বছরের জন্য নিতে পারবেন।

আপনি প্রতি মাসে, তিন মাস অন্তর, 6 মাস ও বছরের ভিত্তিতে এই স্কিমের প্রিমিয়াম দিতে পারেন।

এর সঙ্গে যদি ইচ্ছা হয়, পলিসিহোল্ডার এতে দুর্ঘটনাজনিত বিমার একটি পলিসিও যুক্ত করতে পারেন।

মনে রাখবেন, এই দুর্ঘটনাজনিত পলিসির জন্য আপনাকে আলাদা ফি দিতে হবে।

LIC মাইক্রো সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান কেনেন, তাহলে তাকে প্রতি বছর প্রায় 10,080 টাকা জমা করতে হবে। প্রতি মাসের হিসাবে যা দাঁড়াবে 840 টাকা।