বর্ষা মানেই বৃষ্টির সঙ্গে নানা রকম খাবার উপভোগ করা, যার মধ্যে অন্যতম ম্যাগি

Published by: ABP Ananda

সারা বছর বাজারে বিভিন্ন রকম ম্যাগি পাওয়া যায়

Published by: ABP Ananda

শুধু টেস্ট মেকার দিয়ে হোক, বা ঘরোয়া উপাদান, ম্যাগি বানানোর একাধিক উপায় রয়েছে

Published by: ABP Ananda

ম্যাগি বানানোর জন্য সবজি সহ বিভিন্ন ধরনের সস ব্যবহার করা যায়



বর্ষায় এই পাঁচরকম ভাবে ম্যাগি বানালে মুডও হয়ে যাবে চাঙ্গা

Published by: ABP Ananda

ম্যাগি বানিয়ে তার উপর ঝাল ঝাল করে তরকা এবং মাখন দিয়ে পরিবেশন করতে পারেন

Published by: ABP Ananda

তন্দুরি মশলা এবং সস দিয়ে ভেজে নিন পছন্দের সবজি, তারপর সেদ্ধ করা ম্যাগির সঙ্গে মিশিয়ে পরিবেশ করুন

Published by: ABP Ananda

পেঁয়াজ, টম্যাটো, কাজু ভাল করে মিশিয়ে তার সঙ্গে ম্যাগি রান্না করতে পারেন



ম্যাগি অর্ধেক রান্নার পর তার সঙ্গে মিশিয়ে নিন ম্যাগি, তারপর রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই তৈরি চিজ় ম্যাগি



মাঞ্চুরিয়ান অনেকেরই পছন্দ, সসের সঙ্গে ম্যাগি মিশিয়ে রান্না করলেই তৈরি মাঞ্চুরিয়ান ম্যাগি