সকাল সকাল এক কাপ আদা চায়ের মতো বুস্টার আর কীই বা হতে পারে । কিন্তু জানেন কি, আদা আপনার রূপচর্চারও অন্যতম উপাদান হয়ে উঠতে পারে। অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আদা। বার্ধক্যচিহ্ন রোধ করে। রোদে পোড়া অংশগুলোতে লাগিয়ে ফেলুন আদার রস। দাগ দূর হয়ে যাবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান? মুখে আদার রস লাগান। ফেসপ্যাকে মিশিয়ে নিন খানিকটা আদার রস। মুখের জৌলুস খুলবে। ত্বকের বলিরেখা আটকাতে আদার জুড়ি নেই। ব্রণ বা মেচেতার দাগ পরিষ্কার করে আদা। এমনকী জ্বালা পোড়াতেও আদা অসম্ভব উপকারী। টোনার হিসেবেও দারুণ কাজ করে আদা। ত্বকে ছোপ ছোপ দাগ ? বুলিয়ে নিন আদার রস। শ্যাম্পুর সঙ্গে অল্প পরিমানে আদার রস মিশিয়ে চুলে লাগাতে পারেন।