গ্যাস-অম্বলের সমস্যা কমাতে দারুণভাবে কাজ করে জোয়ান।
ABP Ananda

গ্যাস-অম্বলের সমস্যা কমাতে দারুণভাবে কাজ করে জোয়ান।



জোয়ান খেলে খাবার ভালভাবে হজম হয়। তার ফলে বদহজমের সমস্যা হয় না।
ABP Ananda

জোয়ান খেলে খাবার ভালভাবে হজম হয়। তার ফলে বদহজমের সমস্যা হয় না।



কীভাবে জোয়ান খেলে সবচেয়ে কম সময়ে গ্যাসের সমস্যা দূর হবে, জেনে নিন।
ABP Ananda

কীভাবে জোয়ান খেলে সবচেয়ে কম সময়ে গ্যাসের সমস্যা দূর হবে, জেনে নিন।



যদি গ্যাসের সমস্যা দেখা দেয়, তাহলে প্রথমে কিছুটা জোয়ান চিবিয়ে খেয়ে নিন।
ABP Ananda

যদি গ্যাসের সমস্যা দেখা দেয়, তাহলে প্রথমে কিছুটা জোয়ান চিবিয়ে খেয়ে নিন।



ABP Ananda

তারপর সামান্য গরম জল অল্প অল্প করে খেতে হবে। জল হাল্কা গরম করতে হবে।



ABP Ananda

গরম জল খাওয়ার আগে যে জোয়ান খাবেন, সেটা কাঁচা বা ভাজা যেকোনও জোয়ান হতে পারে।



ABP Ananda

গ্যাসের সমস্যা কমাতে গরম জল খাওয়ার আগে যে জোয়ান খাবেন সেখানে সামান্য বিটলবণ এবং পাতিলেবুর রস মেশানো থাকলে ভাল।



ABP Ananda

জোয়ান ভেজানো জল খেলে আপনার ওজন দ্রুত হারে কমবে। রোজ সকালে খালি পেটে জোয়ান ভেজানো জল খেতে পারেন।



ABP Ananda

গুরুপাক খাবার খাওয়ার পর জোয়ান খেলে খাবার দ্রুত হজম হবে। পেট আইঢাই করবে না। গ্যাস-অম্বলের সমস্যাও হবে না।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।