নিম করোলি বাবা বলেছিলেন, ''যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তুমি তাঁকে ভালবাসা দাও''

ব্যাঙ্কে যেভাবে টাকা রাখেন,সেভাবেই ভগবানকে হৃদয়ে রাখুন

হৃদয়টিকে পরিষ্কার করুন, ভগবানকেও সেই আয়নায় দেখতে পাবেন

দুঃখ পেলে, ব্যথা পেল, আঘাত পেলে জীবনের অনেক সত্যি শেখা যায়

সবচেয়ে শক্তিশালী ঔষুধ প্রেম, তা বিদ্যুতের চেয়েও বেশি শক্তিশালী

প্রতি মুহূর্তে ঈশ্বরকে মনে রাখার চেষ্টা করুন, ভাল থাকবেন

সত্য কথা বলুন, সত্য কথা শুনুন, সত্যই আপনাকে বাঁচাবে

সবচেয়ে বড় অস্ত্র 'ক্ষমা', তাই 'ক্ষমা' করে দিন সবাইকে