বেশি আমলকি খেলে একাধিক সমস্যার আশঙ্কা স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে মনে করা হয় আমলকি কিন্তু, বেশি করে আমলকি খেলে শরীরের ক্ষতিও হতে পারে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের আমলা খাওয়া থেকে দূরে থাকাই ভাল যদি আপনার হাই ব্লাড প্রেসারের সমস্যা থাকে, তাহলে আমলকি এড়িয়ে যাওয়াই ভাল আদা ও আমলার চাটনি খেলে লিভারে তার প্রভাব পড়ে বেশি আমলা খেলে ত্বকের নমনীয়তা চলে যায় এর পাশাপাশি ইউরিনে জ্বলনের সমস্যা দেখা দেয় আমলা বেশি পরিমাণে খেলে ব্লাড সুগারের মাত্রা কম হতে পারে এতে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়