এইসব রোগ থাকলে কখনও আমলা খাওয়া উচিত নয়

আমলা খাওয়া এমনিতে তো শরীরের জন্য উপকারী। কিন্তু, কিছু মানুষকে এটি এড়াতে হবে

আমলা খাওয়ার সবথেকে বড় উপকারিতা এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়...

ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে

চুলের জন্যও খুব উপকারী

বেশি অ্যাসিডিটির সমস্যা যাদের আছে, তাদের এই ফল খাওয়া উচিত নয়। কারণ, তাতে পেটে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়

সার্জারির ক্ষেত্রেও আমলা খাওয়া উচিত নয়। তাতে, ভিতরে ব্লিডিংয়ের ঝুঁকি বেড়ে যায়

কম ব্লাড সুগার থাকা মানুষজনেরও আমলা খাওয়া উচিত নয়

অন্তঃসত্ত্বারা আমলা খেলে তাঁদের পেট খারাপ হতে পারে

হাইপারটেনশন ও কিডনি সংক্রান্ত সমস্যা থাকা মানুষজনেরও এই ফল ঠিক নয়