ত্বকের যত্ন বিভিন্নভাবে নেওয়া যায়, ঠিক যেমন স্নানের ধরন পরিবর্তন করলেও ত্বক সুস্থ থাকে

Published by: ABP Ananda

ঠিক যেমন কোল্ড শাওয়ার নেওয়া যায়, এতে ত্বক এবং চুল দুই ক্ষেত্রেই উপকার

Published by: ABP Ananda

কোল্ড শাওয়ারের ফলে পেশির আরাম হয়, কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের ক্ষেত্রেও উপকারী, এতে কমে প্রদাহও

Published by: ABP Ananda

ঠান্ডা জলের ফলে শরীরের রক্ত সঞ্চালনা বাড়ে, যার ফলে ত্বক হয় উজ্জ্বল এবং জেল্লাও বাড়ে

Published by: ABP Ananda

এই পদ্ধতিতে স্নান করলে প্রদাহ কমে দ্রুত, ফলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি হয়

Published by: ABP Ananda

শুষ্ক ত্বক বা ত্বকে চুলকানির আশঙ্কা থাকলে ঠান্ডা জলে স্নান করলে কমে যায়

Published by: ABP Ananda

ত্বক টানটান থাকে এই পদ্ধতিতে স্নান করলে পাশাপাশি গ্রন্থিও বন্ধ হয়

Published by: ABP Ananda

ঠান্ডা জল ত্বকে দিলে ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব বজায় থাকে, ফলে শুষ্কতার আশঙ্কা দূর হয়

Published by: ABP Ananda

চোখের তলা সহ বিভিন্ন অংশ অনেক সময় ফুলে যায়, যা দূর হতে পারে এই পদ্ধতিতে স্নান করলে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda