ডাবের জল পান করাই
স্বাস্থ্যকর নয় শুধু


ডাবের জল মুখে
মাখলেও উপকার পাবেন


রুক্ষ্ম ত্বক নরম হয়,
অনেক মসৃণ হয় ত্বক


বার্ধক্যের ছাপ মুখে
পড়তে দেয় না ডাবের জল


বলিরেখাও দূর হয়,
ত্বক থাকে টানটান


তরতাজা লাগে
ব্রণ প্রতিরোধে সহায়ক


দাগ-ছোপ দূর হয়
ত্বক উজ্জ্বল হয়


ডাবের জল মাখলে
ত্বক থেকে দূর হয় ময়লা


রোদে ঘুরে ট্যান পড়লে,
ডাবের জল তা দূর করে


মুখে কাটাছেঁড়ার দাগ থাকলে
ডাবের জলে হালকা হয়
তবে অবশ্যই পরামর্শ নিন বিশেষজ্ঞের