এত তীব্র গরমে অনেকেই বাড়িতে এসি লাগিয়ে নিয়েছেন আরামের জন্য।



এসির হাওয়া ছাড়া একটু সময়ও থাকা যায় না যেন।



কিন্তু ঘরে এসি লাগানোর সময় ঠিক কত উঁচুতে লাগালে ভাল হয় ?



এসি লাগালে সারা ঘরে ভালভাবে এর ঠান্ডা হাওয়া ছড়াবে কিনা সেটাও দেখতে হয়।



ঘরে এসি যদি সঠিক উচ্চতায় না লাগানো হয়, তাহলে ঘর ঠান্ডা হবে না।



সাধারণত মেঝে থেকে ৭-৮ ফুট উঁচুতে এসি লাগানো উচিত।



এতে এর থেকে বেরনো ঠান্ডা হাওয়া ভালভাবে ঘরে ছড়িয়ে পড়ে।



যদি আপনার ঘর ছোট হয়, উচ্চতা কম হয়, তাহলে আপনাকে একটু নিচু করে লাগাতে হবে এসি।



এসি কোন অ্যাঙ্গলে লাগানো হল তাও খেয়াল রাখা দরকার।



ঘরের দিকে যদি একটু বাঁকিয়ে রাখা না হয়, তাহলে এসি থেকে জল পড়বে।
আর এই কারণে আপনার এসি ক্ষতিগ্রস্তও হতে পারে।