সকালে উঠেই এক কাপ ছাড়া ঘুম কাটে না? জানেন নিজের কী বিপদ ডেকে আনছেন?

Published by: ABP Ananda
Image Source: pexels

সকালে উঠে চা খাওয়ার বিষয়ে দুধ চায়ের জনপ্রিয়তাই ভারতে সবচেয়ে ওপরে।

Image Source: pexels

তবে এখন বহু স্বাস্থ্য সচেতন মানুষ দুধ চায়ের বিকল্প হিসেবে, দুধ চিনি ছাড়া চা বা গ্রীন টি বেছে নিচ্ছেন।

Image Source: pexels

তবে সকালে উঠেই চা খেয়ে শরীরে হতে পারে একাধিক সমস্যা। জানেন সেগুলি কী কী?

Image Source: pexels

সকালে উঠে চা বা কফি ঘুম তাড়াতে সাহায্য করে বটে, কিন্তু তার পাশাপাশি, অজান্তেই ক্ষতি করে দিচ্ছে শরীরের।

Image Source: pexels

সকালবেলা উঠে পর্যাপ্ত জল না পান করেই চা পান করে নিলে শরীরে ডিহাইড্রেশনের মতো সমস্য়া দেখা দিতে পারে।

Image Source: pexels

সকালে উঠেই এক কাপ চা, শরীরে অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। ফলে গ্যাস্ট্রিকের জ্বালা, বুক জ্বালা এবং বদহজমের সমস্যা হতে পারে।

Image Source: pexels

চায়ে থাকা ক্যাফিন মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কর্টিসলের মাত্রা বাড়াতে পারে।

Image Source: pexels

চিনি এবং চায়ে থাকা অ্যাসিড একসঙ্গে দাঁতের এনামেলকেও দুর্বল করে দেয়

Image Source: pexels

প্রতিদিন সকালে চা পান করলে আপনার দাঁত হলুদ হতে পারে এবং হাড় দুর্বল হতে পারে

Image Source: pexels