নুন ছাড়া যে কোনও খাবার বিস্বাদ, কিন্তু জানেন কি, অতিরিক্ত নুন খেলে আবার উল্টো বিপত্তি হতে পারে!

Published by: ABP Ananda
Image Source: pexels

স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে, নুন আমাদের শরীরের পক্ষে ভীষণ জরুরি। এটি শরীরের স্নায়ুর জন্য ভীষণ জরুরি।

Image Source: pexels

শরীরের মাসলগুলো কাজ করতে সাহায্য করে নুন, পাশাপাশি শরীরকে ডিহাইড্রেটেড ও হতে দেয় না এই নুনই।

Image Source: pexels

তবে বেশি নুন খেলে আবার শরীরে অন্য অনেক সমস্যা হতে পারে, সেই বিষয়গুলি আপনি জানেন কি?

Image Source: pexels

শুধু শরীরের প্রয়োজন নয়, ত্বক ভাল রাখতেও খুবই প্রয়োজন নুন। তবে প্রয়োজনের অধিক হলেই বিপত্তি।

Image Source: pexels

অতিরিক্ত নুন খেলে তার প্রভাব পড়ে ব্লাড প্রেশারের ওপর। BP বেড়ে যেতে পারে অনিয়ন্ত্রিতভাবে।

Image Source: pexels

বেশি নুন খেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট ফেলিওরের মতো সমস্যাও হতে পারে

Image Source: pexels

অতিরিক্ত নুন খেলে কিডনির উপর চাপ পড়তে পারে।

Image Source: pexels

অতিরিক্ত নুন খেলে হাত, পা এবং গোড়ালিতে ফোলাভাব দেখা দিতে পারে

Image Source: pexels

কিছু গবেষণায় দেখা গিয়েছে যে বেশি নুন খেলে পেটের ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।

Image Source: pexels