মরশুমের পরিবর্তনের সময় প্রায় সকলেই ভোগেন সর্দি-কাশি, জ্বরের সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের ইমিউনিটি কম তাঁদের ক্ষেত্রে বুকে কফ বসে মারাত্মক অবস্থা হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এইসব সমস্যা এড়াতে ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সবার আগে আবহাওয়া পরিবর্তনের এই সময়টায় দিনে অন্তত ২-৩ বার ভেপার বা স্টিম নেওয়ার চেষ্টা করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভেপার নিলে নাক বন্ধ হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। খালি ভেপার নেওয়ার সময় ভালভাবে চুল ঢেকে রাখুন গামছা দিয়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে উষ্ণ জল খাওয়ার অভ্যাস করুন। চাইলে অল্প মধু আর লেবুর রস মিশিয়ে নিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গরম জল দিয়ে গার্গল করুন। এর ফলে গলা ব্যথা, গলার ইনফেকশন কমবে। আরাম পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাশির সমস্যা দেখা দিলে আদা কুচি খেতে পারেন। এছাড়াও খেতে পারেন আদার রসও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গোটা গোলমরিচ অল্প মধু মিশিয়ে চিবি খেলেও কাশির সমস্যা অল্প সময়েই উধাও হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels