এই ৬ রোগ থাকলে, ভুল করেও কলা খাবেন না

কলা সহজলভ্য ফল হওয়ায় অনেকেই তা নিয়মিত খান

কলায় আয়রন, পটাশিয়াম, ফাইবার ও ভিটামিন মজুত রয়েছে

কলার যেমন উপকার আছে, তেমনি কিছু সমস্যার ক্ষেত্রে এই ফল খাওয়া ক্ষতিকারক

বেশি মাত্রায় পটাশিয়াম থাকায়, কিডনির রোগ থাকলে কলা খাওয়া উচিত নয়

অ্যালার্জি থাকলে এই ফল খাওয়া উচিত নয়। অন্যথা, চুলকানি, চাকতি, শ্বাস-প্রশ্বাসের সমস্যা হতে পারে

ডায়াবেটিসে ভুল করেও কলা খাওয়া উচিত নয়। দ্রুত সুগার লেভেল বেড়ে যায়

বমিবমি ভাব, গ্যাসের সমস্যা থাকলে, কলা খাওয়া ছাড়তে হবে

ওজন ঝরাতে চান, তো কলা খেলে লাভ হবে না

এছাড়া যদি মাইগ্রেনের সমস্যায় এই ফল খান, তাহলে এই রোগের লক্ষণগুলি বেড়ে যাবে