জামা-কাপড় কিনলেই
শুধু হল না


জামা-কাপড়ের যত্নও
নেওয়া সমান জরুরি


জামা-কাপড়ের রং উঠবে না,
ফিকেও হবে না এই উপায়ে


কীভাবে কাচবেন জামা,
তা লেখা থাকে ট্যাগেই


গরম জলে ভেজাবেন না,
ঠান্ডা জলে কাচুন জামা


গাঢ়, হালকা এবং সাদা
রংয়ের জামা আলাদা ভাবে কাচুন


ওয়াশিং মেশিনে জামা
কাচার আগে সেটিং বুঝুন


ঘন ঘন জামা না কাচাই ভাল,
এতে রং ভাল থাকে


বেশি ড্রায়ার ব্যবহার করলে
রং চটে যায় তাড়াতাড়ি


উল্টো করে জামা কাচুন,
এতে রং টেকে বেশি দিন