কাদের বিটের জুস পান করা উচিত নয় ?

বিটের রস শরীরের জন্য খুবই উপকারী

শরীরে রক্তের মাত্রা বাড়ায়

বিটের এই গুণ থাকা সত্ত্বেও কিছু মানুষের এর রস পান করা এড়ানো উচিত

বিটে থাকা অক্সোলেট কিডনিতে পাথর তৈরি করে। তাই, কিডনির সমস্যা থাকা মানুষজনের এর জুস পান করা উচিত নয়

এতে প্রাকৃতিক সুগারের মাত্রা বেশি থাকে। যাতে ডায়াবেটিসের রোগীদের ব্লাড সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে

যাদের পেটে সমস্যা আছে, তাদের বিটের রস পান করা উচিত নয়। এতে ফাইবার আছে যাতে পেট ফুলতে পারে এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের মতো সমস্যা হতে পারে

ত্বকে অ্যালার্জি নিয়ে সমস্যায় থাকা মানুষজনেরও এই জুস পান করা উচিত নয়

যাদের Low BP আছে, তাদেরও এর থেকে দূরে থাকা উচিত। কারণ, এতে মাথা ঘোরা ও বমির সমস্যা হতে পারে

ইরিটেবল বাউল সিন্ড্রোম থাকা মানুষজনেরও বিটের জুস পান করা উচিত নয়