অনেক সময় এই গন্ধের তীব্রতা এমন হয় যে সাবানেও দূর হয় না
Published by: ABP Ananda
August 12, 2025
কল খুলে জলের নিচে স্টেনলেস স্টিলের কোনও বাসনে হাত ঘষলে দূর হতে পারে গন্ধ
Published by: ABP Ananda
August 12, 2025
লেবু হাতে চেপে তা থেকে রস বের করে তা দিয়ে হাত ঘষলে গন্ধ দূর হবে
Published by: ABP Ananda
August 12, 2025
রসুনের গন্ধ দূর করতে বেকিং সোডা জলে মিশিয়ে পেস্ট তৈরি করে সেই পেস্ট হাতে ঘষে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন
Published by: ABP Ananda
August 12, 2025
টুথপেস্ট হাতে-নখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন, এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন
Published by: ABP Ananda
August 12, 2025
গরম জলে হ্যান্ডওয়াশ মিশিয়ে তাতে হাত ডুবিয়ে রাখুন, এরপর ঠান্ডা জলে ধুয়ে নিলেই দূর হবে রসুনের গন্ধ
Published by: ABP Ananda
August 12, 2025
সম পরিমাণ জল এবং ভিনেগার মিশিয়ে হাত ভিজিয়ে ধুয়ে ফেলুন, এতেও দূর হবে গন্ধ
Published by: ABP Ananda
August 12, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।