গ্লিসারিন ত্বকের আর্দ্র ভাব বজায় রাখতে সাহায্য করে। যাঁদের ত্বক অত্যন্ত রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির তাঁরা ক্রিমের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।
ত্বকে ময়শ্চারাইজড ভাব ধরে রাখার পাশাপাশি ত্বকের গভীর স্তরে গিয়ে ময়শ্চারাইজার লক করতেও সাহায্য করে গ্লিসারিন।
বিশেষ করে শীতের মরশুমে যেহেতু আমাদের ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় তাই ত্বকের পরিচর্যায় সেই সময়ে গ্লিসারিন ব্যবহার করলে উপকার পাবেন।
গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারলে আপনার ত্বক বছরভর থাকবে মোলায়েম।
গ্লিসারিন ত্বকের মধ্যে আর্দ্র ভাব বজায় রাখার পাশাপাশি ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। তাই এই উপকরণ ক্লেনজার হিসেবেও ব্যবহার করা যায়।
সাধারণ ত্বক এবং তেলতেলে ত্বকের পরিচর্যার ক্ষেত্রে সরাসরি গ্লিসারিন ব্যবহার না করে গোলাপ জল মিশিয়ে গ্লিসারিন ব্যবহার করতে পারলে ভাল।
যাঁদের ত্বকে ব্রনর সমস্যা দেখা যায়, তাঁদের ক্ষেত্রে গ্লিসারিন এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারলে সমস্যা দূর হবে।
ফেস টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ। ফেস টোনার মূলত আমাদের ত্বকে আর্দ্রভাব বজায় রাখতে সাহায্য করে।
ফেস টোনারের পাশাপাশি গোলাপ জল ক্লেনজার হিসেবেও ব্যবহার করা সম্ভব। ত্বকের ভিতরে জমে থাকা নোংরা দূর করতে সাহায্য করে গোলাপ জল।
গ্লিসারিন এবং গোলাপ জলের মিশ্রণ আপনি ফেস মিস্ট এবং ফেস সিরাম- এই দুইভাবেও ব্যবহার করতে পারেন। ত্বক উজ্জ্বল, মোলায়েম এবং ফ্রেশ থাকবে।