বেসন, পাতিলেবুর রস এবং দুধ মিশিয়ে মুখে মেখে রেখে দিন ২০ মিনিট, ধুয়ে ফেলুন ঠান্ডা জলে



একটা পাত্রে মুলতানি মাটি, বেসন, গোলাপ জল মিশিয়ে মেখে ফেলুন মুখে, শুকিয়ে গেলে তুলোর প্যাড দিয়ে মুছে ফেলুন



দই, বেসন এবং হলুদে ফেস প্যাকে ত্বক হবে ঝকঝকে, দূর হবে ব্রণও



বেসন, পাতিলেবুর রস বা গোলাপ জল এবং দই মিশিয়ে মেখে নিন মুখে, দূর হবে ট্যান



টম্যাটোর রসের সঙ্গে বেসন মিশিয়ে মাখলে ত্বক হবে টানটান



বেসনের সঙ্গে আলুর রস মিশিয়ে নিন, এই প্যাক মাখলে দূর হবে দাগছোপ



কমলালেবুর রসের সঙ্গে মেশাতে হবে বেসন, এতে ত্বক উজ্জ্বল হবে



গ্রিন টি দিয়ে চা বানিয়ে সেই চায়ের সঙ্গে বেসন দিয়ে মাখতে পারেন, এতে ত্বক হয় সফট



অ্যালোভেরার নির্যাসের সঙ্গে মেশাতে পারেন বেসন, এই ফেসপ্যাকে ত্বক থাকবে সতেজ



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।