নারকেল তেলে একেবারেই হালকা, তবে ভেতর থেকে পুষ্টি জোগাতে পারে, চুলের গোড়া হয় মজবুত

Published by: ABP Ananda

ভৃঙ্গরাজ তেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালনা বাড়াতে পারে, এবং চুল গজায় দ্রুত

Published by: ABP Ananda

ভিটামিন C এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমলা চুলের ফলিকল মজবুত করতে পারে

Published by: ABP Ananda

অর্গান তেল সূর্যের তাপ থেকে চুলকে রক্ষা করে এবং ভিটামিন E থাকায় চুলের পুষ্টি জোগায়

Published by: ABP Ananda

জুঁই ফুলের তেল চুলের স্ক্যাল্পে পুষ্টি জোগায়, গরমকালে ঘামের সমস্যা থাকলে এই তেল বিকল্প হতে পারে

Published by: ABP Ananda

ক্যাস্টর অয়েল ভারী হলেও চুল পড়া সহ চুল ছিঁড়ে যাওয়ার মতো সমস্যা কমাতে পারে

Published by: ABP Ananda

হেয়ার ফলিকলকে শক্ত করতে পারে রোজমেরি ওয়েল, রক্ত সঞ্চালনা বাড়িয়ে চুল ঝরা কমাতে পারে

Published by: ABP Ananda

নিম তেল স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং খুসকি ও সংক্রমণ কমাতে পারে

Published by: ABP Ananda

প্রাকৃতিকভাবে ঠান্ডা তিলের তেল, যা চুলকে ময়শ্চারাইজড রাখতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda