ইস্ত্রি করা জামা পরতে
কার না ভাল লাগে?


কিন্তু জামাকাপড ইস্ত্রি করার সময়
কিছু ভুল করে ফেলি আমরা


একটু সতর্ক হলেই,
সেগুলি এড়ানো যায়


খরখরে শুকনো জামা
সরাসরি ইস্ত্রি করবেন না


এতে কুঁচকে থাকা কাপড়
সোজা হতে সময় লাগে


যে কারণে ইস্ত্রি করার সময়
হালকা জল ছিটিয়ে নেওয়া হয়


ইস্ত্রি গরম করার আগে
দেখে নিন কিছু লেগে আছে কি না


নইলে গরম করার পর
জামাকাপড়ে দাগ বসে যাবে


কাপড়ে দাগ থাকলে গরম ইস্ত্রি
ছোঁয়ালে পাকাপাকি ভাবে বসে যায়


সোজা হাতে লম্বা করে
জামার উপর ইস্ত্রি চালান


গোল গোল করে ঘোরালে
কাপড়ের বাঁধন আলগা হয়ে যায়