কলা খাওয়ার পর খোসা ফেলে দেওয়াই হয়

Published by: ABP Ananda

তবে এই খোসা না ফেলে, চুলে ব্যবহার করলে তা বাড়তে পারে দ্রুত

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল যুক্ত কলার খোসা চুল গোড়া থেকে মজবুত করতে পারে

Published by: ABP Ananda

বিভিন্ন বিউটি প্রোডাক্টেও কলা এবং কলার খোসা ব্যবহার করা হয়, তবে সরাসরি তা ব্যবহার করলে ফল মিলবে দ্রুত

Published by: ABP Ananda

একটি পাত্রে তিনটি কলার খোসা নারকেলের খোসার সঙ্গে মেশাতে হবে, এরপর তা পেস্ট করে ছেঁকে নিন

Published by: ABP Ananda

ওই পেস্টের সঙ্গে দই মিশিয়ে সারা স্ক্যাল্পে এবং চুলে মেখে নিন, আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

কলার খোসার সঙ্গে মধু মিশিয়ে নিন, প্রয়োজনে পাকা পেঁপেও মেশানো যায়

Published by: ABP Ananda

একটা পেস্ট তৈরি করে তা ছেঁকে নিয়ে চুলে মেখে নিন, শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন

Published by: ABP Ananda

এই পদ্ধতিতে নতুন চুল গজানোর পাশাপাশি চুল ঝরা কমে এবং চুল বেশি সফট হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda