এই ৫ রোগের যম গোলমরিচ

Published by: ABP Ananda
Image Source: Freepik

শীতকালে খুসখুসে কাশিতে উপশম দেয় গোলমরিচ।

Image Source: Freepik

অনেকেই বাড়িতে এই টোটকা কাজে লাগান।

Image Source: Freepik

গোলমরিচে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে।

Image Source: Freepik

এমন অনেক রোগ আছে যেগুলি শুধু গোলমরিচেই সেরে যায়।

Image Source: Freepik

এটি একটি প্রাকৃতিক ওষধি।

Image Source: Freepik

সর্দি-কাশি, ঠান্ডা লাগার বড় দাওয়াই এই গোলমরিচ।

Image Source: Freepik

এমনকী গাঁটের ব্যথাও দূর হয়ে যায় এই গোলমরিচে।

Image Source: Freepik

হজমশক্তিকে মজবুত করে গোলমরিচ।



ক্যানসার প্রতিরোধেও অনেক ভূমিকা আছে এই মশলার।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik