অলিভ ওয়েল এবং কলা দিয়ে তৈরি মাস্ক চুলের ইলাস্টিসিটি বাড়াতে এবং গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে

Published by: ABP Ananda

চাল ধোওয়া জল চুলে পুষ্টি জোগায় এবং স্ক্যাল্প পরিষ্কার করে

Published by: ABP Ananda

নারকেল তেলে মিশিয়ে নিন আমলকির গুঁড়ো, চুল গোড়া থেকে মজবুত করে এবং চুল পড়া কমবে

Published by: ABP Ananda

পাকা পেঁপে এবং মধুর মিশ্রণ উজ্জ্বল করে চুল, ছেঁড়ার প্রবণতা কমায়

Published by: ABP Ananda

অ্য়ালোভেরা এবং অলিভ ওয়েলের মিশ্রণে গোড়া থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে

Published by: ABP Ananda

অ্যাভোকাডো পেস্ট করে তাতে মেশাতে হবে নারকেল তেল, যা চুল স্মুদ করে এবং রুক্ষতা দূর করে

Published by: ABP Ananda

দই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন চুলে, এতে উপস্থিত ভিটামিন পুষ্টি জোগায় এবং উজ্জ্বল করে

Published by: ABP Ananda

মেথি গুঁড়ো করে নিন, তার সঙ্গে দই মিশিয়ে চুলে দিলে মজবুত হয় এবং খুসকি কমে

Published by: ABP Ananda

হেনা এবং দই মিশিয়ে চুলে দিলে প্রাকৃতিকভাবে চুল হয় রঙিন, খুসকি কমতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda