অলিভ ওয়েল এবং কলা দিয়ে তৈরি মাস্ক চুলের ইলাস্টিসিটি বাড়াতে এবং গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে
abp live

অলিভ ওয়েল এবং কলা দিয়ে তৈরি মাস্ক চুলের ইলাস্টিসিটি বাড়াতে এবং গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে

Published by: ABP Ananda
চাল ধোওয়া জল চুলে পুষ্টি জোগায় এবং স্ক্যাল্প পরিষ্কার করে
abp live

চাল ধোওয়া জল চুলে পুষ্টি জোগায় এবং স্ক্যাল্প পরিষ্কার করে

Published by: ABP Ananda
নারকেল তেলে মিশিয়ে নিন আমলকির গুঁড়ো, চুল গোড়া থেকে মজবুত করে এবং চুল পড়া কমবে
abp live

নারকেল তেলে মিশিয়ে নিন আমলকির গুঁড়ো, চুল গোড়া থেকে মজবুত করে এবং চুল পড়া কমবে

Published by: ABP Ananda
পাকা পেঁপে এবং মধুর মিশ্রণ উজ্জ্বল করে চুল, ছেঁড়ার প্রবণতা কমায়
abp live

পাকা পেঁপে এবং মধুর মিশ্রণ উজ্জ্বল করে চুল, ছেঁড়ার প্রবণতা কমায়

Published by: ABP Ananda
abp live

অ্য়ালোভেরা এবং অলিভ ওয়েলের মিশ্রণে গোড়া থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে

Published by: ABP Ananda
abp live

অ্যাভোকাডো পেস্ট করে তাতে মেশাতে হবে নারকেল তেল, যা চুল স্মুদ করে এবং রুক্ষতা দূর করে

Published by: ABP Ananda
abp live

দই এবং ডিমের সাদা অংশ মিশিয়ে নিন চুলে, এতে উপস্থিত ভিটামিন পুষ্টি জোগায় এবং উজ্জ্বল করে

Published by: ABP Ananda
abp live

মেথি গুঁড়ো করে নিন, তার সঙ্গে দই মিশিয়ে চুলে দিলে মজবুত হয় এবং খুসকি কমে

Published by: ABP Ananda
abp live

হেনা এবং দই মিশিয়ে চুলে দিলে প্রাকৃতিকভাবে চুল হয় রঙিন, খুসকি কমতে পারে

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda