আপনার অজান্তেই শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ, কখনও পরীক্ষাও করাননি! শরীরে এই লক্ষণগুলি নেই তো?
ব্রেন টিউমার ভীষণ উদ্বেগজনিত একটা শারীরিক সমস্যা। একেবারে প্রথম পর্যায়ে এই রোগ হয়েছে জানা গেল, চিকিৎসা সম্ভব।
ব্রেন টিউমারের ফলে, মস্তিস্কের কোষগুলির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। এর ফলে মস্তিস্কে একটা পিণ্ড তৈরি হয় যা ব্রেনের স্বাভাবিক কার্যকারিতা ব্যহত করে।
তবে ব্রেন টিউমারের বেশ কিছু লক্ষণ রয়েছে। শরীরে যদি এই লক্ষণগুলি দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।
যদি বারে বারে মারাত্মক মাথাব্যথা হয় আর সেটা কিছুতেই না কমে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। এটা ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে।
যদি চোখে অস্পষ্ট দেখেন বা দৃষ্টি সংযোগ করতে অসুবিধা হয়, তাহলে তা ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে।
যদি টানা মাথা ব্যথার সঙ্গে বমি ভাব থাকে এবং বমি করলে সাময়িক আরাম পাওয়া যায়, তাহলে চিকিৎসকের কাছে যান। এটি ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে।
যদি মনোযোগ দিতে, জিনিস মনে রাখতে বা নিয়মিত কাজ করতে অসুবিধা হয়, তবে এটি টিউমারের কারণে হতে পারে।
হাত ও পায়ের পেশীকেও নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। ফলে যদি হাত ও পায়ে অসাড় ভাব অনুভূত হয়, তাহলে চিকিৎসকের কাছে যান।
বারবার মেজাজের পরিবর্তন, বিরক্তি, অথবা ব্যক্তিত্বের পরিবর্তন অনেক সময়ে মস্তিষ্কে টিউমারের প্রভাবের কারণে হতে পারে।
যদি সামনের দিকে ঝুঁকতে, হাঁচতে বা কাশতে গিয়ে তীব্র ব্যথা অনুভব করেন, তবে এটি মস্তিষ্কের টিউমারের কারণে হতে পারে। অবিলম্বে চিকিৎসকের কাছে যান।