কলা খেলে কি পাইলস ঠিক হয়ে যায় ?

এই ফলে নানা রকম পুষ্টিগুণ থাকে। যেমন- পটাশিয়াম, ফাইবার ও ভিটামিন

শরীরের এনার্জির জন্য সবথেকে ভাল ফল বলে মনে করা হয় কলাকে

অনেকেই আছেন, যাঁরা রোজ দু'টি করে কলা খান

চলুন জেনে নেওয়া যাক, এই ফল খেলে কি পাইলস রোগ ঠিক হয়ে যায় ?

পাইলস রোগের ক্ষেত্রে কলা খুবই উপকারী। এই ফল খেলে মল নরম হয়ে যায়। যাতে শৌচ করার সময় যন্ত্রণা হয় না

এই রোগে মলদ্বারের আশপাশে ব্যথা হয়। যা কলা খেলে অনেকটা উপশম হয়

এই ফলে নানারকম অ্যান্টি-বায়োটিক গুণ থাকে। যা ব্যাক্টেরিয়াকে শেষ করে দেয়

তবে, পাইলসে সবসময় পাকা কলা খাওয়া উচিত

এছাড়া আপেল, লেবু, আঙুর, নাসপাতি ও পেঁপে পাইলসে স্বস্তি দিতে সাহায্য করে