পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় লিভার।



খাবারে ফ্যাটের পরিমাণ বাড়লে লিভার ফ্যাট নিজের মধ্যে স্টোর করতে পারে।



যদি অতিরিক্তি ফ্যাট আসে লিভারে, তখন তার কিছুটা জমা হয় লিভারে, কিছুটা শরীরের অন্যান্য অঙ্গে স্থান পায়।



লিভারের অধিকাংশ কোষ যদি ফ্যাটের স্টোর হয়ে যায়, তখনই তাকে ফ্যাটি লিভার সিনড্রোম বলা হয়ে থাকে।



ফ্যাটি লিভারের লক্ষণ দাঁতেও দেখা যেতে পারে।



দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত বের হয়, তাহলে তা ফ্যাটি লিভারের লক্ষণ হলেও হতে পারে।



এছাড়া ফ্যাটি লিভারের লক্ষণ নাক দিয়ে বারবার রক্তপাতও হতে পারে।



পিরিওডোন্টাইটিসও হতে পারে। এটি দাঁতের গুরুতর সমস্যা।



আরও কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে। যেমন ক্ষুধামান্দ্য, বমিভাব, ত্বকে চুলকানি।



রক্ত বমি, হলুদ বর্ণের প্রস্রাব, ক্লান্তি, দুর্বলতা, হতে পারে।