নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এখন ঘরে ঘরে।



অর্থাৎ মদ না খেয়েও ফ্যাটি লিভারের সমস্যা, এখন বহু মানুষেরই।



অনেকেই মনে করেন, ফ্যাটি লিভারের ঝুঁকি শুধুই স্থূলকায়দের। কতটা সত্যি এই ভাবনা?



শুধুমাত্র অতিরিক্ত ওজনের মানুষরা এই সমস্যায় ভোগেন, এমনটা ধারণা অনেকেরই।



কিছু ব্যক্তির লিভারে চর্বি জমার প্রবণতা জিনগত। রোগা হলেও ...



বয়স, লিঙ্গ এবং হরমোনজনিত অবস্থার উপরও নির্ভর করে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়া-না-হওয়ার বিষয়টি ।



পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) বা থাইরয়েড ডিসঅর্ডারও ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়।



রোগা লোকেদেরও যদি জীবনযাত্রা ভাল না হয়, খারাপ খাদ্যাভ্যাস থাকে, তাহলে তারাও ঝুঁকিতেই।