মাথাব্যথার সমস্যায় ভোগেন অনেকেই।

Published by: ABP Ananda
Image Source: pexels

কারও ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা করে

Image Source: pexels

এর পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন লাগাতার মানসিক চাপ, কাজের চাপ অথবা পর্যাপ্ত ঘুম না হওয়া।

Image Source: pexels

এছাড়াও, মাথাব্যথার সবচেয়ে বড় কারণ হল শরীরে জলের অভাব।

Image Source: pexels

এই সময় মানুষ একটু আরাম পেতে নানা ওষুধ খায়। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

Image Source: pexels

এই পরিস্থিতিতে নিয়মিতভাবে কলা খেলে মাথাব্যথা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়

Image Source: pexels

কলাতে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে, যা মাথাব্যথা কমাতে সাহায্য করে।

Image Source: pexels

কলা পটাশিয়ামের ভাল উৎস।

Image Source: pexels

যদি মাথা ব্যাথা ডিহাইড্রেশন এর কারণে হয়, তাহলে জলীয় ফল খান।

Image Source: pexels

তরমুজ খেলে মাথাব্যথা থেকে মুক্তি পাওয়া যেতে পারে কারণ এতে ৯২% জল থাকে

Image Source: pexels