ত্বকের রং উজ্জ্বল করতে পারে চন্দন, একইসঙ্গে ত্বক পরিষ্কার হয় এবং জেল্লা বাড়ে

Published by: ABP Ananda

হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী উপাদান, যা দাগছোপ কমাতে পারে

Published by: ABP Ananda

হলুদ এবং চন্দনের পেস্ট ব্রণ কমাতে পারে এবং নতুন করে ব্রণ হওয়ার আশঙ্কাও কমায়

Published by: ABP Ananda

অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ব্যথা এবং চুলকানিও কমায়

Published by: ABP Ananda

ত্বকে দূষণের মাত্রা কমিয়ে এক্সফোলিয়েট করতে পারে এই মিশ্রণ

Published by: ABP Ananda

এই পেস্টের সঙ্গে বেসন মিশিয়ে মুখে মেখে রেখে দিতে হবে, শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

এই দুইয়ের মিশ্রণ ত্বক মসৃণ করে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না

Published by: ABP Ananda

চন্দন ত্বক হাইড্রেট রাখতে পারে এবং প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ করে

Published by: ABP Ananda

সপ্তাহে দু থেকে তিন বার এই মিশ্রণ ব্যবহার করলে বলিরেখা দূর হয় এবং ত্বকের তারুণ্য বজায় থাকে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda