কাঁচা কাজু কি 'বিষের' সমান ?

অনেকেই কাজু খেতে ভালোবাসেন

কারণ, কাজু শরীরের পক্ষে খুবই উপকারী

এতে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেল থাকে

চলুন জেনে নেওয়া যাক, কাঁচা কাজু কি সত্যিই বিষের মতো ?

এই Dry Fruit-এ Urushiol নামক টক্সিন থাকে

কাঁচা কাজুর ছালে Urushiol নামক বিষ থাকে

এই টক্সিন কাজুর ভেতরের অংশেও মজুত থাকে

এই বিষাক্ত উপাদানের সংস্পর্শে এলে ত্বকে জ্বলন, চুলকানির মতো সমস্যা হতে পারে

এছাড়া বেশি পরিমাণে কাজু খেলে পাচন-সংক্রান্ত সমস্যা হতে পারে