কোনও গুরুত্বপূর্ণ বিষয় হোক বা সাধারণ কিছু, ভুলে যাওয়ার মতো ঘটনা ঘটেই থাকে

Published by: ABP Ananda

নজরে রাখতে হবে এই ভুলে যাওয়ার প্রবণতা নতুন নাকি পুরনো, বা কতদিন অন্তর হচ্ছে

Published by: ABP Ananda

অনেকেই মনে করেন এই ভুলে যাওয়া অতি সাধারণ বিষয়, হতেই পারে

Published by: ABP Ananda

সাধারণ বিষয় হলেও, স্বাস্থ্যের পরিবর্তনেও হতে পারে এই সমস্যা

Published by: ABP Ananda

ভিটামিন D এবং B12-এর অভাব হলে কোনও কিছু ভুলে যাওয়ার মতো প্রবণতা হয়

Published by: ABP Ananda

ভিটামিন B12 খাবার থেকে শক্তি ব্যবহার করতে সাহায্য করে এবং স্নায়ু কোষকে রক্ষা করে

Published by: ABP Ananda

একইভাবে ভিটামিন D স্মৃতিশক্তির রোগ দূরে রাখতে সাহায্য করতে পারে

Published by: ABP Ananda

শরীরে ভিটামিন B12-এর অভাব হলে, দুধ, চিজ়, মাছ, মাংস, ডিম খেতে হবে

Published by: ABP Ananda

খাওয়াদাওয়ার পাশাপাশি সকালের দিকে রোদে থাকতে হবে কিছুক্ষণ, এতে ভিটামিন D-এর অভাব কমবে এবং স্মৃতিশক্তিও বাড়বে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda