ঘুম থেকে উঠেই নিজেকে সারাদিনের ব্যস্ততার জন্য তৈরি করে নেওয়া.. এ তো আমাদের রোজকার অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: pexels

কিন্তু জানেন কি, ঘুম থেকে উঠেই নিজেকে একটু সময় দিলেই, সারা বছর আপনি থাকবেন সুস্থ?

Image Source: pexels

ঘুম থেকে উঠে এই কয়েকটি কাজ করুন, তাহলেই শারীরিক আর মানসিকভাবে আপনি থাকবেন চনমনে।

Image Source: pexels

প্রথমেই, সকালে উঠে মোবাইল ফোন দেখার অভ্যাস ছাড়ুন। এতে সকালের মানসিক প্রশান্তি নষ্ট হয়।

Image Source: pexels

ঘুম থেকে উঠেই পান করুন বড় এক গ্লাস জল, এতে শরীর ভাল থাকে, আর্দ্রতা বজায় থাকে।

Image Source: pexels

সকালে উঠে কিছুক্ষণ ধ্যান করলে মন শান্ত থাকে, পাশাপাশি একাগ্রতা বাড়ে।

Image Source: pexels

সকালে উঠে যোগাসন করুন। এই অভ্যাসের ফলে শরীরের চালনা হয়, ফলে ঝরঝরে থাকা যায় সারাদিন

Image Source: pexels

সকালের খাবারের তালিকায় টক দই, শসা ও ফলের মতো খাবার যোগ করুন। এগুলি শরীরের পক্ষে খুবই ভাল

Image Source: pexels

সকালে উঠেই একটি তালিকা তৈরি করে ফেলুন, সারাদিনে কী কী করতে হবে। এতে সারাদিনের কোনও কাজ ভুলে যাবেন না।

Image Source: pexels

সকালে ওঠে কিছুক্ষণ রোদে হাঁটলে ভিটামিন ডি পাওয়া যায়। এতে হাড় ও ত্বকের পাশাপাশি মন ও ভাল থাকে।

Image Source: pexels