মোটা লোকেরা কি রোজ চিকেন খেতে পারে?

Published by: ABP Ananda
Image Source: pexels

ওজন বাড়ছে? তার মানেই না খাওয়া দাওয়ায় হাজার রকমের বিধিনিষেধ। পছন্দের খাবার তালিকা থেকে বাদ!

Image Source: pexels

তবে অনেক সময়ে, মোটা হয়ে গেলেও ডায়েটে অনেকেই রাখেন চিকেন বা মুরগীর মাংস।

Image Source: pexels

যাঁরা আমিষ খেতে ভালবাসেন, তাঁরা অনেক সময়েই মনে করেন, কার্বোহাইড্রেট বা গ্লুটেনকে তালিকা থেকে বাদ দিয়ে পেট ভরানো যেতে পারে চিকেন দিয়ে

Image Source: pexels

তবে ওজন বাড়লে, আদৌ কি ডায়েটে রোজ চিকেন রাখা নিরাপদ? ক্ষতি হয়ে যাচ্ছে না তো?

Image Source: pexels

চিকিৎসকেরা বলছেন, ওজন কমাতে চাইলেও চিকেন খাওয়া যেতে পারে। তবে রোজ তা পাতে একেবারেই রাখা যাবে না।

Image Source: pexels

চিকেন খেলে তা খেতে হবে সিদ্ধ বা গ্রিল করে। কষিয়ে, তেল দিয়ে মাংস রান্না করলেই কিন্তু হবে উল্টো বিপদ

Image Source: pixabay

প্রতিদিন পাতে চিকেন রাখলে, শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে

Image Source: pexels

চিকেন সামান্য সঁতে করে নিলে, অনেক সময়, তার ভিতরে ব্যাকটেরিয়া থেকে যায়। ফলে রান্নার সামান্য ভুলেই হতে পারে ফুড পয়জনিং-এর মতো সমস্যা

Image Source: pexels

অনেক সময় অনেকের ক্ষেত্রে রোজ চিকেন খেলে বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে

Image Source: pexels