ফাইবার, ওমেগা থ্রি, প্রোটিন যুক্ত চিয়া সিডস, এই উপাদান দিয়ে বানানো একাধিক খাবার কমাতে পারে ওজন

Published by: ABP Ananda

চিয়া সিডস দিয়ে তৈরি করতে পারেন চা

Published by: ABP Ananda

গ্রিন টি তৈরি করে ঠান্ডা করে নিন, তাতে মেশান চিয়া সিডস, ৫ থেকে ১০ মিনিট নেড়ে লেবু এবং মধু পান করে নিন

Published by: ABP Ananda

পাতে রাখতে পারেন চিয়া সিডস ওটমিল

Published by: ABP Ananda

অর্ধেক কাপ ওটস অমন্ড মিল্ক বা জলের সঙ্গে মিশিয়ে তাতে মিশিয়ে দিন চিয়া সিডস, তৈরি হলে পছন্দের ফল দিয়ে খেয়ে নিন

Published by: ABP Ananda

ঘরেই বানিয়ে ফেলতে পারেন চিয়া সিডস স্মুদি

Published by: ABP Ananda

মিক্সার মেশিনে আমন্ড মিল্ক, কলা, বেরি এবং চিয়া সিডস মিশিয়ে পেস্ট করে নিন, একটা গ্লাসে ঢেলে নিলেই তৈরি স্মুদি

Published by: ABP Ananda

খেতে পারেন চিয়া সিডসের প্রোটিন বার

Published by: ABP Ananda

ওটস, চিয়া সিডস, বাটার মিল্ক, মধু এবং বাদাম ভাল করে মিশিয়ে একটা পাত্রে ঢেলে ফ্রিজে ঠান্ডা করতে হবে, শক্ত হয়ে গেলে কেটে খেয়ে নিন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda