অনেকেরই রান্নার সময় শুকনো লঙ্কার গুড়ো ব্যবহার করে তো অনেকে কাঁচা লঙ্কা। আসুন জেনেনি শুকনো লঙ্কার গুড়ো খাওয়ার অভ্যেস খারাপ না ভালো।(ছবি সৌজন্য-পিক্সাবে)
October 19, 2024
বিশেষজ্ঞদের মতে শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুড়ো খাওয়া অভ্যেস দূর করে শরীরের একাধিক রোগ। খারাপ কোলেস্টেরল দৃর করা থেকে হৃদপিণ্ডের সমস্যা দূর করতে এই ভূমিকা অনস্বীকার্য।(ছবি সৌজন্য-পিক্সাবে)
Published by: ABP Ananda
October 19, 2024
শুকনো লঙ্কায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সালিড অ্যাসিড, ফসফরাস, আয়রন, কপার ও সোডিয়াম ছাটা ভিটামনি সি ও এ প্রচুর পরিমাণে পাওয়া যা। যা শরীরের পক্ষে অত্যন্ত কার্যকারী। (ছবি সৌজন্য-পিক্সাবে)
শুকনো লঙ্কার গুড়ো খাওয়া অভ্যেস বাত ও শরীর থেকে কফ দূর করতে সাহায্য করে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
Published by: ABP Ananda
October 19, 2024
হার্টের সুস্থতায় বিশেষ ভূমিকা রয়েছে শুকনো লঙ্কার গুড়োর।(ছবি সৌজন্য-পিক্সাবে)
Published by: ABP Ananda
October 19, 2024
তবে শুকনো লঙ্কার গুড়ো বেশি পরিমাণ খেলে তা শরীরের পক্ষে তা ক্ষতির কারণ হতে পারে। তাই রান্নায় এর ব্যবহার সীমিত পরিমাণ করাই ভালো। (ছবি সৌজন্য-পিক্সাবে)
Published by: ABP Ananda
পটাশিয়াম সমৃদ্ধ লাল লঙ্কার গুড়ো ব্লাড ভেসেল গুলিকে রিলাক্স করতে সাহায্য করে. সেই সঙ্গে ব্লাড প্রেসারের লেভেলও মেনটেন করতে সাহায্য করে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
October 19, 2024
তবে শুকনো লঙ্কার গুড়ো বেশি পরিমাণ খাওয়া উচিত নয এতে শরীরে প্রদাহের পাশাপাশি খাবার হজম করতেও অসুবিধা হয়। (ছবি সৌজন্য-পিক্সাবে)
Published by: ABP Ananda
October 19, 2024
ডিসক্লেমার : এই ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য-পিক্সাবে)