এক চিমটে দারচিনিতেই গায়েব মহিলাদের এইসব রোগ গরম মশলার অন্যতম উপাদান এই দারচিনি। এই দারচিনি মহিলাদের বেশ কিছু রোগ সারাতে কাজে লাগে। অনেকে দারচিনি গরম জলে ভিজিয়ে খান। মূলত ঋতুচক্র স্বাভাবিক রাখতে দারচিনি কাজে দেয়। অনিয়মিত ঋতুস্রাব, পেটে যন্ত্রণা কমাতে সাহায্য করে দারচিনি। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে এই দারচিনি। যারা ওজন ঝরাতে চাইছেন তাদের জন্য দারচিনি খুবই গুরুত্বপূর্ণ। PCOS-এর মত সমস্যা নিয়ন্ত্রণে রাখে দারচিনি। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।