আমন্ড খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবসময়েই ভাল। আমন্ডে রয়েছে অনেক পুষ্টি উপকরণ। আমন্ডের গুণ অনেক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিন্তু আমন্ড কীভাবে খাবেন? জলে ভিজিয়ে, নাকি এমনিই? এ নিয়ে রয়েছে প্রশ্ন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাহলে চলুন জেনে নেওয়া যাক আমন্ড কীভাবে খেলে বেশি উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ড এমনি খাওয়ার বদলে ভিজিয়ে খেলেই উপকার বেশি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ সকালে দু থেকে তিনটি আমন্ড খেতে পারেন। আগের রাতে ভিজিয়ে রাখুন আমন্ড।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের পেটের সমস্যা রয়েছে তাঁরা আমন্ড খাওয়ার সময় খোসা ছাড়িয়ে নিতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জলে ভিজিয়ে রাখলে আমন্ডের খোসা ছাড়িয়ে নেওয়া সুবিধাজনক হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বয়স একটু বেশি হলে আমন্ড হজম হতে চায় না সহজে। সেক্ষেত্রে জলে ভেজানো আমন্ড খেলে সুবিধা বেশি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ডের খোসা ছাড়িয়ে খেলে পেটের সমস্যা হওয়ার প্রবণতা থাকবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ড জলে ভেজানো থাকলে তা একটু নরম হয়ে যায়। ফলে বয়স্কদের পক্ষে চিবিয়ে খাওয়াও সহজ হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels