কাঁচা রসুন খেতে পারবেন না এই ব্যক্তিরা অনেকে বলেন কাঁচা রসুন খেলে অনেক রোগ দূরে থাকে। বহুকাল থেকেই রসুনের আয়ুর্বেদিক গুণ সকলের জানা। রসুনকে আজও মানা হয় 'সুপারফুড'। কিন্তু কিছু ব্যক্তিদের কাঁচা রসুন খাওয়া উচিত নয়। কাঁচা রসুন গর্ভবতী মহিলাদের খাওয়া উচিত নয়। বাচ্চাদের না খাওয়াই ভাল কাঁচা রসুন। এতে তাদের পাচনতন্ত্রে প্রভাব পড়ে। পেটে অত্যধিক অ্যাসিডিটি দেখা দেয় কাঁচা রসুনে। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।