বাড়ির রান্নায় গরম মশলার মধ্যে দারচিনি সবার আগে।



দারচিনির গন্ধেই ম ম করে ঘর।



রান্নার স্বাদ যেমন বাড়ায়, তেমনি দারচিনির অনেক গুণও আছে।



শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এই মশলা।



ম্যাগনেশিয়াম, আয়রন, ফসফরাস থাকে এই দারচিনিতে।



রোজ সকালে দারচিনি গুঁড়ো বা দারচিনি ভেজান জলে অনেক উপকার।



এতে ওজন কমে, হজমশক্তি বাড়ে।



এমনকী রক্ত শর্করাও নিয়ন্ত্রণে থাকে।



সংক্রমণ থেকে দূরে রাখবে দারচিনি ভেজানো জল।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।