হঠাৎ একদিন জানলেন যাঁকে বন্ধু বলে জানতেন, তিনি আপনার সম্পর্কে কুৎসা করে বেড়ান ? কারা একজনের দোষত্রুটি হাটে-বাজারে বলে আনন্দ পান ? কুৎসা করাতেই কাদের সর্বসুখ ? এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন গৌরগোপাল দাস। তাঁর মতে, উদ্দেশ্য সৎ হলে কারও ভুল হলে তাঁকেই বলা দরকার। যদি একজনের ভুল অন্যদের কাছে রঙ চড়িয়ে বলে মজা পান আপনি, তবে তাঁকে 'গসিপ' বলে। যদি কাউকে নিচু দেখিয়ে আপনি শান্তি পান, তাহলে আপনি 'ইনসিকিউরিটি'তে ভুগছেন। যদি কারও উত্থানে বিরক্ত হয়ে তার সম্পর্কে আপনি কুৎসা করে বেড়ান, তাহলে তাঁকে ঘৃণা বা হিংসা বলে। তাই কেউ ভুল করলে তাঁর সঙ্গে সরাসরি কথা বলুন। তাতে ভুল শুধরে যাবে। আপনার পিছনে কেউ আপনার নামে কেচ্ছা করছে শুনলে মনে করবেন তিনি আপনাকে ঈর্ষা বা ঘৃণা করেন। গৌর গোপাল দাস বলছেন, নিজে কারও পিছনে নিন্দে করার আগে ভাবুন আপনার পিছনে এটা হলে কেমন লাগত। কারও সম্পর্কে গুজব রটানো, নিন্দে করার আগে নিজেকে বিচার করুন। আপনি কি হিংসে করছেন?