সিরোসিস অফ লিভার। লিভারের কঠিন অসুখ।



শুধু মদ্যপান করলেই যে সিরোসিস হবে , নইলে হবে না এমন ধারণা ভুল।



লিভারে দীর্ঘ স্থায়ী ক্ষত থেকে এই অসুখ হয়। এর নানা পর্যায় আছে।



লিভার পুরোপুরি বিকল করে দিয়ে খারাপ পরিণতির দিকে ঠেলে দেয় লিভার সিরোসিস।



প্রথমে কয়েকটি লক্ষণ দেখলেই সতর্ক হওয়া যায়। যেমন - জন্ডিস।



লিভার ঠিক মতো কাজ করতে না পারলে বারবার জন্ডিস হতে পারে। তখন বিলিরুবিনের মাত্রা ছাড়িয়ে যায়।



লিভার সিরোসিসে তল পেট ফুলে যেতে পারে। পেটের তলদেশে তরল জমা হয়।



কোনও কারণ ছাড়াই ওজন কমে যাচ্ছে। কিছুই হজম হচ্ছে না ? ডাক্তার দেখান।



লিভার ঠিকমতো কাজ না করলে সহজেই কালশিটে পড়তে দেখা যায়।



অনবরত বমি ভাব দেখা দিতে পারে। কিছু খেলেই শরীর অস্থির হয়ে ওঠে।