চুলের একাধিক সমস্যার ক্ষেত্রে সমাধানে কাজে লাগে এসেন্সিয়াল অয়েল। চুল পড়ার সমস্যা কমানোর পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে।



ত্বকের বিভিন্ন সমস্যাও দূর করতেও ব্যবহার করতে পারেন এসেন্সিয়াল অয়েল। সরাসরি ত্বকে ব্যবহার না করে সিরাম কিংবা ক্রিমের মধ্যে মিশিয়ে ব্যবহার করুন।



এবার দেখে নেওয়া যাক আমাদের চুল এবং ত্বকের সমস্যার পাশাপাশি এসেন্সিয়াল অয়েল আর কী কী বিষয়ে আমাদের সাহায্য করে।



ল্যাভেন্ডার কিংবা ক্যামোমাইল এসেন্সিয়াল অয়েল আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি কমায়। রিল্যাক্স থাকতে সাহায্য করে।



যাঁদের ঘুমের সমস্যা রয়েছে তাঁরা ল্যান্ডার এসেন্সিয়াল অয়েল ব্যবহার করে দেখতে পারেন। এই তেলের সুন্দর গন্ধ ঘুম আনতে সাহায্য করে।



কোনও কারণে মন ভাল না থাকলে সাইট্রাস এসেন্সিয়াল অয়েল যেমন অরেঞ্জ কিংবা লেমন অয়েল মন-মেজাজ ভাল রাখতে সাহায্য করে।



মাথা ব্যথার সমস্যায় অনেকে খুবই কষ্ট হন। তাঁরা ব্যবহার করতে পারেন ইউক্যালিপ্টাস এবং পিপারমেন্ট এসেন্সিয়াল সাহায্য করে।



আমাদের শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা হয়। এই সমস্যার সমাধানেও কাজে লাগে এসেন্সিয়াল অয়েল।



এসেন্সিয়াল অয়েলের মধ্যে সেরা হল টি -ট্রি অয়েল। এই এসেন্সিয়াল অয়েল ত্বকের র‍্যাশ, অ্যালার্জি এইসব সমস্যা দূর করে নিমেষে।



রোজমেরি এসেন্সিয়াল অয়েল চুলের জন্য খুবই ভাল। চুলের গোড়া মজবুত করে এই এসেন্সিয়াল অয়েল। নতুন চুল গজাতেও সাহায্য করে।