অনেকেরই চোখের তলায় সারাবছর কালি পড়ে থাকে। গাঢ় কালচে দাগছোপ দেখা যায় চোখের তলায়।



এই ডার্ক সার্কেলের সমস্যা একাধিক কারণে দেখা দিতে পারে। নিয়মিত রাতে ঘুম কম হলে চোখের তলায় কালি পড়তে পারে।



শরীরে আয়রনের ঘাটতি থাকলেও চোখের তলায় ডার্ক সার্কেলের সমস্যা দেখা যায়।



সহজে এবং ঘরোয়া কোন কোন পদ্ধতিতে ডার্ক সার্কেলের সমস্যা দূর করা সম্ভব সেগুলি জেনে নিন।



চোখের তলার কালচে দাগছোপ কম সময়ে দূর করতে আলুর রস ব্যবহার করতে পারেন টানা কয়েকদিন।



বরফের টুকরো চোখের চারপাশে নিয়ম করে ঘষলে শুধু কালচে দাগছোপ নয়, ফোলা ভাবও দূর হবে সহজে।



ট্যান তোলার জন্য অনেকেই টোম্যাটোর রস ব্যবহার করেন। ডার্ক সার্কেলের সমস্যা কমাতেও টোম্যাটোর রস কাজে লাগে।



যাঁদের সারাবছর ডার্ক সার্কেলের সমস্যা থাকে, তাঁরা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন।



চোখের নীচের কালি দূর করতে শসার রস ব্যবহার করতে পারেন। অল্প কয়েকদিন ব্যবহার করলেই ফল পাবেন।



গ্রিন টি- এর টি ব্যাগ ব্যবহার করে রেখে দিন। ঠান্ডা গ্রিন টি- এর টি ব্যাগ চোখের উপর দিয়ে আলতে হাতে চেপে চেপে ব্যবহার করুন। দূর হবে ডার্ক সার্কেল।