খালি পেটে গরম জল পান করলে মেটাবলিজ়ম বাড়ে এবং টক্সিন বেরিয়ে যায়

Published by: ABP Ananda

ফ্যাট কমাতে পাতিলেবু দিতে পারেন

Published by: ABP Ananda

সকালে ঘুম থেকে উঠে অবশ্যই অন্তত ২০ মিনিট শরীরচর্চা করতে হবে

Published by: ABP Ananda

এতে যেমন ক্যালোরি কমে তেমনই শরীর বুঝতে পারে কখন সজাগ হতে হবে

Published by: ABP Ananda

ব্রেকফাস্টে প্রচুর পরিমাণে প্রোটিন খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে

Published by: ABP Ananda

ব্রেকফাস্টে রাখতে পারেন ডিম, ওটস, গ্রিক ইয়োগার্ট

Published by: ABP Ananda

সকালে চিনি বা মিষ্টিজাতীয় খাবার না খাওয়াই ভাল, এতে ওজন কমানোর প্রক্সিয়া কমে

Published by: ABP Ananda

তেলে ভাজা বা বেশি তেল জাতীয় খাবার খেলে ফ্যাট জমে শরীরে

Published by: ABP Ananda

যে অভ্যাসগুলি তৈরি তা অবশ্যই ধারাবাহিকভাবে করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda