সূর্যের আলো-বাতাস ঘরে ঢুকলে মন ভাল হয়ে যায়

Published by: ABP Ananda

এতে কিছুটা হলেও প্রকৃতির ছোঁয়া মেলে ফলে মন মেজাজ ভাল হয়ে যায়, বাড়ে এনার্জিও

Published by: ABP Ananda

আবর্জনা মুক্ত ঘর-বাড়ির অর্থ, আবর্জনা মুক্ত মনও

Published by: ABP Ananda

বাড়িতে ইতিবাচক পরিবেশ রাখতে, ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার করে আবর্জনা মুক্ত করতে হবে

Published by: ABP Ananda

বাড়ির সদর দরজাই খুশি ঢোকার আসল পথ

Published by: ABP Ananda

তাই বাড়ির ঢোকার পথ সবসময় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, হাসি মুখে খুলতে হবে দরজা

Published by: ABP Ananda

আবেগকে নিয়ন্ত্রণ করে রং, ঘরের রং যত চোখে লাগবে তত মনও ভাল হবে

Published by: ABP Ananda

ইনডোর প্ল্যান্ট রাখলে ঘরে ইতিবাচক পরিবেশ বজায় থাকে, বাতাসও থাকে ঠিক

Published by: ABP Ananda

ভাঙা আয়না, ভাঙা আসবাবপত্র নেতিবাচক ভাবনা বাড়ায়, ফলে তা দূর করতে হবে বাড়ি থেকে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda