ডায়াবেটিসকে সায়লেন্ট কিলার বলেন অনেকে। এই অসুখ ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে আক্রমণ করে।



ডায়াবেটিস যেভাবে আমাদের দেশে বাড়ছে, তাতে খুব শিগগিরি ভারত ডায়াবেটিস-ক্যাপিটাল হয়ে উঠতে পারে।



অনেকেরই সচেতনতার অভাবে ডায়াবেটিস ধরা পড়তেই দেরি হয়ে যায়।



জেনে রাখা ভাল, মধুমেহ রোগীদের সবার আগে শরীরের কোন কোন অর্গানে সমস্যা দেখা দেয়।



চিকিৎসক বিনাল শাহ এ বিষয়ে এবিপি লাইভের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন



ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এর ফলে ভাল কোলেস্টেরলের মাত্রা কমে গিয়ে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে।



ডায়াবেটিস লিভারেরও ক্ষতি করে। আর নানা ধরনের সমস্যা দেখা দেয়।



টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের ফলে চোখের ক্ষতি হয়েই থাকে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি খুবই গুরুতর সমস্যা।



রক্তে শর্করার মাত্রা বেশি হলে রক্ত ​​সঞ্চালনও ক্ষতিগ্রস্ত হয়। কিডনির ক্ষতি হয়।



ডায়াবেটিক ফুটও ডায়াবেটিস থেকে হওয়া খুব গুরুতর সমস্যা।



ডায়াবেটিস নার্ভেরও ক্ষতি করে।